নওগাঁয় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ২

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৬:৩০

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক দাবি করা এক ভুক্তভোগী।
অভিযোগে জানা যায়, উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ এলাকার বাসিন্দা শান্ত মোল্যা দীর্ঘদিন ধরে তার ১০বিঘা জমিতে মাছের চাষ করে আসছিলেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় পুকুর দেখতে গেলে প্রতিপক্ষ বাবুল হোসেন ও মো. আব্দুল ওহাবের নেতৃত্বে ৮/১০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের মারধরে শান্ত মোল্যার ছেলে সিয়াম মোল্য (১৫) ও তার ভাই সাদেকুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শান্ত মোল্যা বলেন, ‘আমার জমি জবরদখল করতে আসে বাবুল হোসেন গং। আমার ভাই সাদেকুল ও ছেলে সিয়াম মোল্যাকে মারধর করে আহত করে তারা। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় বাবুল গং রাতে আমার বাড়ির সামনে এসে পুনরায় হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে গেছে। আশা করি, প্রশাসন এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেবে।’
অভিযুক্ত বাবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, প্রকৃত জমির মালিক মমেনা তার স্বামী মকবুল হোসেনের কাছ থেকে ৫ বছরের জন্য লিজ নিয়ে পুকুর খননের মাধ্যমে মাছ চাষ করে আসছি। হঠাৎ করে ওই জমির মালিকানা দাবি করে শান্ত গংরা। পরে কলাগাছ কর্তন করার একপর্যায়ে মারপিট শুরু হয়।’
এ বিষয়ে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুনসুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এম এ রাজ্জাক/এমজে