গৌরনদীতে ২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৫৪

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, গৌরনদী
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৮:১৩

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী এলাকায় গত তিন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে ৮ জনের প্রাণহানি ঘটেছে এবং ৫৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে বেশ কিছু আহত ব্যক্তি পঙ্গুত্ব বরণ করেছেন। বর্তমানে এ মহাসড়কটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
১ জানুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত মহাসড়কের গৌরনদী এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, বরিশাল-ঢাকা মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ কমাতে এবং সড়কের প্রশস্ততা বাড়ানোর জন্য যুবদল নেতা তরিকুল ইসলাম কাফির উদ্যোগে সম্প্রতি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনরা এবং দুই উপজেলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
নিরাপদ সড়ক উপজেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির জানান, মহাসড়কের যানবাহনের সংখ্যা বেড়েছে। কিন্তু সড়কটির প্রশস্ততা বাড়ানো হয়নি, ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আহতদের চিকিৎসা ব্যবস্থা উপজেলা হাসপাতালে না থাকায় অনেক সময় দুর্ঘটনায় আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এর ফলে সড়কটিকে চারলেনে রূপান্তরিত করার এবং হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, অপ্রশস্ত সড়কে চালকদের বেপরোয়া প্রতিযোগিতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং, গাড়ি পার্কিংসহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে।
ঈদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে হাইওয়ে পুলিশ কাজ করছে এমন তথ্য জানান তিনি।
মিজান/এমবি