Logo

সারাদেশ

শ্রীপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৯:৫১

শ্রীপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না পেয়ে হুমকি দেওয়ার জেরে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ মার্চ) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৈকত আহমেদকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত সজীব আহমেদ (৩২) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা তমিজ উদ্দিনের ছেলে। আর অভিযুক্ত সৈকত আহমেদ একই গ্রামের শহীদ মিয়ার ছেলে।

নিহতের বাবা তমিজ উদ্দিন জানান, তার ছেলে সজীব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বৃহস্পতিবার রাতে সজীব তাকে ফোন করে ২০ হাজার টাকা দাবি করেন। এক ঘণ্টার মধ্যে টাকা না দিলে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। পরে আবার ফোন করে টাকা হয়েছে কিনা জানতে চান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। টাকা না দিলে মারধরের হুমকিও দেন।

হুমকিতে ভীত তমিজ উদ্দিন বিষয়টি তার নাতি ও সজীবের ভাতিজা সৈকতকে জানান। পরে সৈকত রাতেই সজীবকে ধরে বাড়িতে এনে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে সজীব গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তমিজ উদ্দিন আরও জানান, সজীবের নেশাগ্রস্ত জীবনের কারণে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। নেশার টাকার জন্য তিনি বাড়িঘরে ভাঙচুর চালাতো। এ কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। এমনকি তাকে আলাদা বাড়ি করে দেওয়া হলেও সে তা বিক্রি করে নেশার টাকায় উড়িয়ে দিয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে শুক্রবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। সজীবের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সৈকতকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোহেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর