
পরিতোষ কুমার অধিকারী
নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গার বাসিন্দা পরিতোষ কুমার অধিকারী (৬৩) নিখোঁজ হয়েছেন। গত ৬ মার্চ বিকেল ৪টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বলে জানিয়েছেন তার ছেলে চিন্ময় অধিকারী।
শুক্রবার (২৮ মার্চ) চিন্ময় জানান, পরিতোষ কুমার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে কথা বলতে পারেন না এবং মানসিকভাবেও অসুস্থ। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল চেক শার্ট ও লুঙ্গি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।
‘বাবা, আপনি যেখানে আছেন, দয়া করে ফিরে আসুন! আমরা খুব দুশ্চিন্তায় আছি,’—বলেন চিন্ময় অধিকারী।
পরিবারটির পক্ষ থেকে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৩৪১) করা হয়েছে।
পরিবারের সদস্যরা অনুরোধ জানিয়েছেন, যদি কেউ পরিতোষ কুমার অধিকারীকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে ০১৯২৮-৯৮০৭৪০ নম্বরে যোগাযোগ করার জন্য।
নিখোঁজ ব্যক্তির সন্ধানে সহযোগিতা চেয়েছে পরিবার ও স্থানীয়রা।
এইচকে/এমবি