বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির ঈদ উপহার বিতরণ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ২০:৪৪

ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৮ মার্চ) বেলা ১১টায় বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডের কালশিমাটি মাদরাসা মাঠে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহিত তাকি এসব উপহার বিতরণ করেন। উপহার হিসেবে লাচ্ছা সেমাই, চিনি, পোলাও চালসহ নানা ঈদ সামগ্রী দেওয়া হয়।
ঈদ উপহার বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল্লাহিত তাকি বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের ত্যাগের বিনিময়েই আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট সরকার দেশের টাকা লুট করে পাচার করায় মূল্যস্ফীতি চরমে উঠেছিল। কিন্তু বর্তমান সরকারের সময়ে বাজারে স্বস্তি ফিরেছে। জনগণ জুলাই অভ্যুত্থানের সুফল ভোগ করতে শুরু করেছে।
তিনি আরও বলেন, উপহার বিতরণ কোনো স্থায়ী সমাধান নয়, এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্থানীয় প্রশাসনকে পৌরসভার অবহেলিত এলাকাগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে।
অনুষ্ঠানে বিশিষ্ট মুদ্রণ ব্যবসায়ী বুলু মিয়া, অধ্যাপক মাওলানা আব্দুল জলিল, মীর মশাররফ হোসেন, খোরশেদ আলম মিলন, রাব্বি প্রামাণিক, মোস্তফা রাব্বি, মামুনুর রশীদ, সীমান্ত, মোস্তফা কামাল, আলামিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমবি