Logo

সারাদেশ

কুড়িগ্রামে নিহত রিকশাচালকের পরিবারের পাশে তারেক রহমান

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ২০:৫০

কুড়িগ্রামে নিহত রিকশাচালকের পরিবারের পাশে তারেক রহমান

ছবি : বাংলাদেশের খবর

আগস্ট বিপ্লবে নিহত রিকশাচালক সৈকতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বসনিয়া পাড়ায় সৈকতের পরিবারের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৮ মার্চ) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এসব উপহার তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব ও জেলা রিকশা শ্রমিক দলের সদস্য সচিব আনিসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বছরের ২০ জুলাই সন্ধ্যায় ঢাকার শনির আখড়ায় বাসা থেকে বের হয়ে মায়ের ওষুধ আনতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন রিকশাচালক সৈকত। তার মৃত্যু নিয়ে তৎকালীন সময়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছিল।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর