Logo

সারাদেশ

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১১:৪৪

ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের ওপরে বিকল হওয়া ট্রলিতে ট্রেনের ধাক্কায় ভোলা মিয়া নামে চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার সাবদারপুর রেলস্টেশনের অদূরে সোয়াদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলিচালক ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ট্রলিটি দুমড়েমুচড়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১২টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রলিটি মাটি বহন করছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রলিটি বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রলিচালক নিহত হন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন। মরদেহ ও দুর্ঘটনার শিকার ট্রলিটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে।

এম বুরহান উদ্দীন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর