-67d41ab869479-67e788cfd8735.jpg)
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের ওপরে বিকল হওয়া ট্রলিতে ট্রেনের ধাক্কায় ভোলা মিয়া নামে চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার সাবদারপুর রেলস্টেশনের অদূরে সোয়াদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক ভোলা মিয়া চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় ট্রলিটি দুমড়েমুচড়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১২টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রলিটি মাটি বহন করছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রলিটি বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ট্রলিটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রলিচালক নিহত হন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন। মরদেহ ও দুর্ঘটনার শিকার ট্রলিটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে।
এম বুরহান উদ্দীন/এমবি