আলফাডাঙ্গায় খেলাফত মজলিসের ইফতার মাহফিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:০০

বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকালে উপজেলা সদর বাজারের পরিবহন বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আহসানুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা কওমি উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, খেলাফত মজলিসের জেলা শাখার সহসভাপতি মুফতি সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আশিকুর রহমান, সহসভাপতি মুফতি ইবাদত হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শরফুদ্দিন, উপজেলা যুব মজলিসের সভাপতি মুফতি ইলিয়াস হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা আবু মুসা প্রমুখ।
অনুষ্ঠানে ইফতারের আগে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এমবি