Logo

সারাদেশ

খায়রুল কবির খোকন

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সংকট কেটে যাবে

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১২:২৫

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে সংকট কেটে যাবে

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। কঠিন সংকট অতিবাহিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা হলে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশের সংকট কেটে যাবে।’

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, ‘অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক সংকট, অস্থিতিশীল পরিস্থিতি, পতিত স্বৈরাচার ও মাফিয়া সরকারের ষড়যন্ত্র থেকে রেহাই পেতে সবাইকে সতর্ক থাকতে হবে। তাই আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আদায় করে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সাধারণ সম্পাদক শেখ রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, জেলা কৃষকদলের সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মণ প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত প্রমুখ।

  • সুমন রায়/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর