Logo

সারাদেশ

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষ, যুবক নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৪:৩৮

গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষ, যুবক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে ট্রাক্টর ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মুসা মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রংপুর মহাসড়কের ধাপেরহাট আরভি কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি পিকআপ ভ্যান সড়কে থাকা একটি ট্রাক্টর এড়াতে না পেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাসিন্দা মুসা মিয়া ঘটনাস্থলেই মারা যান।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। তবে পরে তা স্বাভাবিক করা হয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর