Logo

সারাদেশ

ডিসির বাংলোয় মিলল সিলমারা ব্যালট পেপার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৪:৫৮

ডিসির বাংলোয় মিলল সিলমারা ব্যালট পেপার

নাটোরের পুরাতন ডিসি বাংলোয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেশকিছু সিলমারা ব্যালট পেপার পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে কিছু ব্যালট পেপার ও ডিভাইস উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে বাংলোর পাসের তালাব পুকুর থেকে অস্ত্র উদ্ধারের পর শনিবার সকাল থেকে সেচ দিয়ে পুকুরটি পানি শূন্য করা হচ্ছে। 

তবে নষ্ট ডিভাইস এবং কিছু ব্যালট কেউ এখানে ফেলে রাখতে পারে বলে দাবি করেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পুরাতন ডিসি বাংলো সংলগ্ন নাটোর সদরে শহরের কান্দিভিটি এলাকায় তালাব পুকুর থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তারই ধারাবাহিকতায় এই পুকুরে আর কোনো অস্ত্র আছে কি না তা যাচাইয়ের জন্য শনিবার সকাল থেকে পানি সেচ দিয়ে পুকুরটি পানিশূন্য করে তোলার কাজ শুরু করা হয়। 

দুপুর ১২টার দিকে এনএসআই’র দু’একজন গোয়েন্দা ডিসি অফিসের বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় কিছু ব্যালট প্যাপার দেখতে পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ব্যালট পেপার দেখতে পান। এর সঙ্গে নষ্ট করা বেশকিছু নির্বাচনী ডিভাইস কম্পিউটারের নষ্ট অংশ, স্ক্যানার মেশিনসহ অন্যান্য নির্বাচনী নষ্ট সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। 

নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম বলেন, এখানে নির্বাচনী ব্যালেট রাখা ছিল এটা আমি জানি। পরবর্তীতে জাতীয়ভাবে টেন্ডারের মাধ্যমে নির্বাচন কমিশনের উদ্যোগে এর সমস্ত ব্যালট প‌্যাপার ঠিকাদারের কাছে বিক্রি করে দেওয়া হয়। এ ছাড়া গর্ত করে পরিত্যক্ত কিছু ব্যালট নষ্ট করা হয়। 

তিনি আরও বলেন, ‘যেহেতু পুরাতন ডিসি বাংলো পরিত্যক্ত, এর অনেক দরজা জানালায় সিটকিনি নেই, সে কারণে হয়তো কোনোভাবে নষ্ট ডিভাইস এবং কিছু ব্যালট কেউ এখানে ফেলে রাখতে পারে। বিষয়টি নিয়ে অবশ্যই অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মেহেদী হাসান তানিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর