Logo

সারাদেশ

পর্যটক বরণের প্রস্তুতিতে মুখর কক্সবাজার

Icon

ইমতিয়াজ মাহমুদ ইমন

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৯:০৯

পর্যটক বরণের প্রস্তুতিতে মুখর কক্সবাজার

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে পর্যটন নগরী কক্সবাজার সাজছে নতুন রূপে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের এই শহর ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। হোটেল-মোটেল, রেস্তোরাঁসহ পর্যটন স্পটগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ।

এদিকে সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে তথ্যকেন্দ্র ও সিসি ক্যামেরা।

জেলা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখের বেশি পর্যটক কক্সবাজারে আসবেন বলে আশা করা হচ্ছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সৈকতে পেট্রোল টিমের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো তথ্য ও সহায়তার জন্য পর্যটন এলাকাগুলোতে ট্যুরিস্ট পুলিশের বিশেষ ইউনিট কাজ করবে।

হোটেল-মোটেলগুলো ঈদ উপলক্ষে পর্যটকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে। দ্য কক্স টুডে হোটেলের পরিচালক মহিউদ্দিন খান খোকন জানান, আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে বিলাসবহুল আবাসন, এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সুইমিং পুল ব্যবহার, শিশুদের জন্য বিশেষ সুবিধা এবং রেস্টুরেন্ট ও স্পা সার্ভিসে ছাড়।

ডি’মোর হোটেল অ্যান্ড রিসোর্ট এবং বিচ পার্ক হোটেল-এর মতো প্রতিষ্ঠানগুলোও আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে। বিচ পার্ক হোটেলের ম্যানেজার আতিকুল ইসলাম বলেন, ঈদের পরের দুইদিনের জন্য সব কক্ষ বুকিং হয়ে গেছে। সামনের দিনগুলোর জন্যও ব্যাপক চাহিদা রয়েছে।

পর্যটকদের বিনোদনের জন্য বিভিন্ন পর্যটন স্পটে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। ইনানী সীপার্ল ওয়াটার পার্কে ওয়েভ পুল, রেইন ড্যান্স, ওপেন স্লাইড, থান্ডার বোলসহ আকর্ষণীয় রাইড রাখা হয়েছে। পার্কের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সরওয়ার ওসমান বলেন, দর্শনার্থীদের সুবিধার জন্য লকার, তোয়ালে, কস্টিউম ও ফুড কোর্টসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।

ঈদের ছুটিতে পর্যটকদের আনাগোনা বৃদ্ধির ফলে ব্যবসায়ীরা ভালো বিক্রির আশা করছেন। স্থানীয় ব্যবসায়ী সালমান রহমান বলেন, পর্যটকদের জন্য নতুন কিছু স্থানীয় পণ্য নিয়ে এসেছি। আশা করছি, এবারের ঈদে ভালো ব্যবসা হবে।  

এবারের ঈদুল ফিতরে প্রশাসনের কঠোর নজরদারি এবং হোটেল-মোটেলের আধুনিক সুযোগ-সুবিধার ফলে পর্যটকরা নির্বিঘ্নে ঈদআনন্দ উপভোগ করতে পারবেন বলে প্রত্যাশা সব মহলের।  

ইমতিয়াজ মাহমুদ ইমন/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর