ভিশন আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১২
এ সময় তারা...

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৮:৪৮
-67e8b10402ab1.jpg)
কুমিল্লায় ভিশন আবাসিক হোটেলে আদর্শ সদর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। এ সময় সেখান থেকে অনৈতিক কাজে জড়িত ১২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
শনিবাবার (২৯ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অবস্থিত হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, হোটেলটিতে পবিত্র রমজানেও বন্ধ ছিল না অনৈতিক কর্মকাণ্ড। মাদক সেবনসহ দেহব্যবসা ইত্যাদি অনৈতিক কাজ চলত সেখানে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কুমিল্লা আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানের অভিযানে ওই হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কর্মকাণ্ড, অশ্লীল কাজে যুক্তসহ মাদকাসক্ত থাকায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, আটকদের কোতয়ালী থানায় নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে। অশ্লীল, মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে ২০২৩-২৪ সালে হোটেলটিতে অভিযান পরিচালনা করে শতাধিক নারীকে আটক করা হয়েছিল। সেই অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও হোটেলটি চালু হয়ে যায়।
সোহাগ/বিএইচ