Logo

সারাদেশ

বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিলেন আলফাডাঙ্গার ইউএনও

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১০:৪৬

বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিলেন আলফাডাঙ্গার ইউএনও

উপহার পেতে কার না ভালো লাগে! আর তা যদি হয় ঈদের, তবে তো কথাই নেই। ঈদ মানেই খুশি। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ-উল ফিতর। এবার ফরিদপুরের আলফাডাঙ্গায় অসহায় ও হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ উপহার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। 

শনিবার (২৯ মার্চ) দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত মানুষের বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে ৮০০ টি ঈদ বস্ত্র বরাদ্দ এসেছে। চাহিদার তুলনায় ঈদ উপহারের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রকৃত দুস্থদের কাছে এসব বিতরণ করতে উপজেলা প্রশাসন এমন উদ্যোগ গ্রহণ করেছেন। 

নতুন কাপড় পেয়ে ষাটোর্ধ্ব এক নারী বলেন, ‘আমরা গরীব মানুষ। তাই ঈদে নতুন কাপড়চোপড় আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। তবে এ বছর ইউএনও স্যার আমাদের বাড়িতে এসে নতুন একটি শাড়ি দিয়েছেন। অনেক খুশি লাগছে। ঈদে নতুন শাড়ি পরব।'

জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদের আনন্দ উপভোগ করুক। চাহিদার তুলনায় খুবই অপ্রতুল ঈদ উপহার সরকারিভাবে বরাদ্দ এসেছে। এসব সবাইকে ডেকে এনে দিলে যার প্রয়োজন সেও হাত বাড়ায়, যার প্রয়োজন নেই সেও হাত বাড়ায়। তাই প্রকৃত অসহায় ও হতদরিদ্র মানুষের নিকট এসব ঈদ উপহার যেন পৌঁছাতে পারে; সেকারণেই বাড়িতে বাড়িতে গিয়ে প্রকৃত অসহায় ও হতদরিদ্র ব্যক্তিকে খুঁজে খুঁজে এসব বিতরণ করা হচ্ছে।’

রাকিব/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর