Logo

সারাদেশ

ঈদের বৃহত্তম জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৪:০৮

ঈদের বৃহত্তম জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এবার এখানে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল ১০টায়।  

এবারের জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।  

ঈদ জামাতকে কেন্দ্র করে পুরো মাঠ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মাঠের ভেতরে ৬৪টি সিসি ক্যামেরা বসানো হয়েছে, ৬টি ওয়াচ টাওয়ার থেকে পুরো মাঠ পর্যবেক্ষণ করা হবে। জামাতের সময় মোতায়েন থাকবেন ১১০০ পুলিশ সদস্য, ৫ প্লাটুন বিজিবি ও র‍্যাব সদস্য। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। থাকবে ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, মেডিক্যাল টিম ও পুলিশের কুইক রেসপন্স টিম।  

শনিবার (২৯ মার্চ) শোলাকিয়া ঈদগাহ ময়দানের সর্বশেষ সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান, র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নাইমুল ইসলাম, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। 

জেলা প্রশাসক ফৌজিয়া খান জানিয়েছেন, মুসল্লিরা টুপি, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না। নিরাপত্তার স্বার্থে ছাতা, ব্যাগ, লাঠি ও লাইটার নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  

ঈদগাহ ময়দানে মুসল্লিদের সুবিধার্থে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চালু থাকবে। মাঠের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এর মধ্যে দাগ কাটা, মেহরাব ও দেয়ালে চুনকাম, ওজুখানা নির্মাণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে।  

ঐতিহ্য অনুযায়ী, বন্দুকের গুলি ফুটিয়ে জামাত শুরুর সংকেত দেওয়া হবে। জামাত শুরুর ১৫ মিনিট আগে তিনটি, ১০ মিনিট আগে দুটি এবং পাঁচ মিনিট আগে একটি শটগানের গুলি ফোটানো হবে।  

 শোলাকিয়া ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে।  

এছাড়াও ঈদের আগের দিন থেকে দেশের বহু জেলা থেকে লোকজন শোলাকিয়ায় আসতে শুরু করেন। তাদের আবাসন ও আপ্যায়নের ব্যবস্থা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে করা হয়।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর