Logo

সারাদেশ

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৪:৪৮

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাঘাম্বর এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

রোববার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে বন বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত ঘরবাড়ি, দখলকৃত জমি ও গজারি গাছ কর্তনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

ঢাকা বন বিভাগের আয়োজনে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বন বিভাগের ডিএফও ও এসিএফ ফাহিম মাসুদ। এছাড়া অভিযানে অংশ নেন রেঞ্জ কর্মকর্তা, কালিয়াকৈর রেঞ্জের বিট কর্মকর্তারা এবং অন্যান্য কর্মচারীরা। অভিযান বাস্তবায়নে সহায়তা করছে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, আনসার বাহিনী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।  

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় বনভূমি দখল ও গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটছে।

বন বিভাগ জানিয়েছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর