Logo

সারাদেশ

মেহেরপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:১৬

মেহেরপুরে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার

মেহেরপুরে গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের গাংনী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগাছা গ্রামের আনারুল ইসলাম শাহ’র ছেলে আশরাফুল ইসলাম ইন্টু (৩১), গাংনী উপজেলার গোপালনগর গ্রামের কামরুজ্জামানের ছেলে গাংনী উপজেলা ছাত্রলীগের উপ-স্কুল বিষয়ক সম্পাদক রেদানুর জামান (২০), গাংনী পৌরসভার ভিটাপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে  ও মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ার আহম্মেদ রমিন(২৮), একই এলাকার আব্দুল খালেক দেওয়ানের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম (২৮)।

এদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিমকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি তিনজনকে গাংনী থানা পুলিশ গ্রেপ্তার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে দায়ের করা মামলার এজারনামীয় আসামি।

রোববার (৩০ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে নেওয়া হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আকতারুজ্জামান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর