-67e950ef85882.jpg)
হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার (২৯ এপ্রিল) সংগঠনের প্রধান কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান পলাশ, পরিচালক মাহবুবুর রহমান, হোসাইন ইসলাম জয়, আব্দুর রহমান ডালিম, নশাসন ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুজ্জামান হাওলাদারসহ অন্যরা উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় হালিমা খালেক ফাউন্ডেশন এর সভাপতি হাবিবুর রহমান পলাশ বলেন, অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করবে হালিমা-খালেক ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে নিয়মিতভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া বিভিন্ন উৎসবের সময়ও সাধারণ মানুষের পাশে থাকে হালিমা খালেক ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবারে ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এমআর/এমজে