Logo

সারাদেশ

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২১:২২

কুমিল্লায় আইনজীবী আবুল কালাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুমিল্লার মোগলটুলিতে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় বিশিষ্ট আইনজীবী আবুল কালামকে গুলি করে হত্যার ঘটনায় কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. বাচ্চু মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার বিজয় নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাচ্চু অ্যাডভোকেট আবুল কালাম হত্যা মামলার অন্যতম আসামি। 

জানা যায়, বিজয়নগর এলাকায় যৌথ টহল দল একটি অভিযান পরিচালনা করার সময় তার কাছ থেকে ২ গ্রাম গাঁজা, ৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। সেই সাথে মো. ফাহিম নামের আরেক ব্যক্তিকে বাচ্চু মিয়ার সাথে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্বে একটি ডাকাতি মামলায় অভিযুক্ত ছিলেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া ও মো. ফাহিমকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর