Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় এনসিপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২১:৪৩

আলফাডাঙ্গায় এনসিপি’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

রোববার (৩০ মার্চ) সকালে উপজেলা সদরের ডাকবাংলো হলরুমে আয়োজিত এ কার্যক্রমে অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।  

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এনসিপি’র আলফাডাঙ্গা উপজেলা শাখার সংগঠক মাওলানা তামিম আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন মুফতি কুতুবউদ্দিন ফরিদী, মাওলানা আবু মুসা, হাফেজ আল-আমিন ফরিদী, সবুজ শেখ, নাজমুল শেখ ও শহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।  

এ প্রসঙ্গে মাওলানা তামিম আহমেদ বলেন, আমরা নতুন ধারার রাজনীতির সূচনা করতে চাই। দেশের মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতি থেকে মুক্তি চায়। এনসিপি জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর