Logo

সারাদেশ

জুলাই আন্দোলনে আহত-নিহতদের পরিবারের জন্য প্রশাসনের ঈদ উপহার

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ২২:৩০

জুলাই আন্দোলনে আহত-নিহতদের পরিবারের জন্য প্রশাসনের ঈদ উপহার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসক সাগুফতা হক বলেছেন জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য তার দরজা সব সময় খোলা ছিল,আছে এবং থাকবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে উপজেলার শহীদ পরিবারদের ঈদ সামগ্রী উপহার প্রদানের সময় তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের জাতি হাজার বছর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।’

রোববার (৩০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১ জন নিহত ও ৯ জন আহতর পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ ঈদ উপহার দেন উপজেলা প্রশাসক। 

জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে উপজেলা প্রশাসক সাগুফতা হক বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে।’

বিপ্লবে উপস্থিত আহতরা বলেন, ‘আগেও ইউএনও স্যারের সাথে আমার কথা হয়েছে। উনি খুবই ভালো মানুষ। আমাদের পক্ষে কথা বলছেন। আমাদের শহীদ পরিবারদের কল্যাণে কাজ করছেন। উনি আগামীতেও আমাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন। আমরা খুবই খুশি। উনি অনেক ভালো মানুষ এবং খুবই আন্তরিক।’ 

অংকন তালুকদার/এমএইচএস 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর