Logo

সারাদেশ

টঙ্গীবাড়ীতে ১০ টাকায় গরুর মাংস বিক্রি

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৪:৪০

টঙ্গীবাড়ীতে ১০ টাকায় গরুর মাংস বিক্রি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ঈদের দিনে মাত্র ১০ টাকায় গরুর মাংস পেয়েছে ৪২০টি অসহায় পরিবার। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ঈদের আনন্দে সামিল করতেই স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এ ব্যতিক্রমী উদ্যোগ নেয়।  

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় কামারখাড়া স্কুল মাঠে সংগঠনটির সদস্যরা ৪২০টি পরিবারের মাঝে ১০ টাকায় ১ কেজি করে গরুর মাংস বিতরণ করেন। প্রতি বছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন এবং দরিদ্রদের সহায়তার মতো নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।  

১০ টাকায় মাংস কিনতে আসা খালেদা বেগম নামে এক নারী বলেন, ১০ টাকা আজকাল বাচ্চারাও নিতে চায় না। অথচ আমরা এখানে ১ কেজি গরুর মাংস পাচ্ছি মাত্র ১০ টাকায়। আমাদের মতো অসহায় মানুষের কথা ভেবে যারা এই আয়োজন করেছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।  

একইভাবে, মো. ফজল নামের এক বৃদ্ধ বলেন, বাজারে গরুর মাংসের যে দাম, তাতে ভাবছিলাম এবারের ঈদে মাংস খাওয়া হবে না। কিন্তু বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে গরুর মাংস খেতে পারবো। ১০ টাকায় ১ কেজি মাংস পেয়ে আমরা খুবই খুশি।  

সংগঠনটির সভাপতি আবু বকর সিদ্দিক হিরা জানান, এটি আমাদের চতুর্থ আয়োজন। এ বছর ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিতরণ করেছি। মূল উদ্দেশ্য হলো, যেন দরিদ্র মানুষজন মনে করতে পারেন তারা নিজের টাকায় ঈদের দিনে গরুর মাংস কিনেছেন। এই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ।  

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয়দের মধ্যে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর