Logo

সারাদেশ

শোলাকিয়ায় স্মরণকালের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১৬:৪০

শোলাকিয়ায় স্মরণকালের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত

কিশোরগঞ্জের শোলাকিয়ায় স্মরণকালের বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। উপমহাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন ঈদগাহ শোলাকিয়ায় এবার ১৯৮তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এই বিশাল জামাতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিসহ দেশ-বিদেশের লক্ষ লক্ষ মুসল্লি অংশ নেন। 

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় শোলাকিয়ার ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। জামাত শুরুর আগেই শোলাকিয়া মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অতিরিক্ত মুসল্লিদের জায়গা না হওয়ায় আশপাশের রাস্তা, নরসুন্দা নদীর পাড় ও আশেপাশের বাড়ির ছাদেও মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন।  

কিশোরগঞ্জের পুলিশ সুপার হাছান চৌধুরী জানান, এবারের ঈদুল ফিতরের জামাতে প্রায় ৬ লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে, গত বছরের ঈদুল ফিতরের নামাজের ৫ লক্ষাধিক মানুষ সমবেত হয়েছিলেন। 

ঐতিহ্য অনুযায়ী নামাজ শুরুর ১৫ মিনিট আগে শটগানের তিনটি গুলি ছুড়ে মুসল্লিদের প্রস্তুতির সংকেত দেওয়া হয়। দেশের ৬৪ জেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা এই ঐতিহাসিক জামাতে অংশ নিতে রোববার থেকেই কিশোরগঞ্জে আসতে শুরু করেন। কেউ আত্মীয়-স্বজনের বাসায়, কেউ হোটেলে, আবার কেউ মসজিদে ও খোলা মাঠে রাতযাপন করেন।  

ঈদের নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশেষ করে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের জন্য দোয়া করা হয়। যথাযথ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দেশের বৃহত্তম ঈদ জামাত সম্পন্ন হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর