বিপুল পরিমাণ বিদেশি মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ২২:৪৯
-67eac7b5ae081.jpg)
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে ৩১৬ বোতল (২১০ লিটার) বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। সোমবার (৩১ মার্চ) রাতে র্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শোয়াইব (শেরপুর জেলা), শাহিন মিয়া (শেরপুর জেলা) এবং মো. রানা (শেরপুর জেলা)। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, শেরপুর জেলা থেকে একটি পিকআপে বিদেশি মদের একটি বড় চালান রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে কাপাসিয়ার দিকে আসছে। এরপর র্যাব গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১৬ বোতল বিদইশ মদ, ৪টি মোবাইল ফোন, ১টি পিকআপ ভ্যান এবং নগদ ৩,০২০ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের গাজীপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএএস/এমএইচএস