Logo

সারাদেশ

পলাশে গণপিটুনিতে দুইভাই নিহত

মা-বাবা প্রাণভিক্ষা চাইলেও ছাড়া হয়নি দুই ছেলেকে

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৬:০৮

মা-বাবা প্রাণভিক্ষা চাইলেও ছাড়া হয়নি দুই ছেলেকে

নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ ও কারণ জিজ্ঞাসাবাদ করতে গেলে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩১) মার্চ সন্ধায় উপজেলার ঘোড়াশাল ভাগদী এলাকায় ডাকাত পড়েছে বলে মাইকে প্রচার চালানো হয়। পরে জনতা জড়ো হয়ে তাদের গণপিটুনি দিয়ে হত্যা করেন। 

নিহতরা হলেন, পলাশ উপজেলার করতেতৈল এলাকার আফতাব উদ্দিনের ছেলে প্রবাসী  রাকিব (২৫) এবং সাকিব (২০)। এদিকে এ ঘটনার রাতেই অভিযান চালিয়ে পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে করতেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে পার্শ্ববর্তী ভাগদীর কুড়েতলীর এলাকার কয়েকজন লোক চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনার প্রতিবাদ ও কারণ জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্যান্যরা। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা মা ঘটনাস্থলে গিয়ে তাদের ছেলেদের প্রাণভিক্ষা চাইলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব। 

নিহত রাকিব ও সাকিবের বাবা অভিযোগ করে বলেন, ভাগদী কুড়েতলী এলাকার বাচ্চু, মানিক, দুলাল, ওসমান, সোবাহান, রমজান, মোস্তফা, পাভেল ও বাদলসহ এলাকার আরও কিছু লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেদের পিটিয়ে এবং এলোপাথাড়িভাবে কুপিয়ে  হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, সকালে  চোর সন্দেহে একজনকে পিটুনি দেন স্থানীয়রা। পরে তার প্রতিবাদ ও ঘটনা জিজ্ঞাসাবাদ জানাতে গিয়ে নিহত হয় দুই সহোদর ভাই। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঘটনাস্থল মঙ্গলবার সকালে নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান পরিদর্শন করেছেন।

তারেক পাঠান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর