বিয়ের ১৪ দিনের মাথায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল যুবকের

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৬:৩৮
-67ebc218d6c82.jpg)
নিহত হাবিবুর রহমান হাবিব। ছবি : সংগৃহীত।
নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্টে হাবিবুর রহমান হাবিব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব একই গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিজ বাড়িতে সদ্য নির্মিত ঢালাই করা মেঝেতে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন হাবিব। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন মেইন সুইচ বন্ধ করে দেন। পরে দ্রুত হাবিবকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানান, ১৪ দিন আগে হাবিব বিয়ে করেছিলেন। শ্বশুরবাড়ির লোকজন আসবেন তাই তিনি সকাল থেকে বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন।
নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বিদ্যুৎপৃষ্টে হাবিবুর রহমান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান তানিম/এমজে