
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে নির্বাচন হতে পারে।
ঈদের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভার আগে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন জমা দিয়েছে তা আমরা পর্যালোচনা করেছি। সেগুলো নিয়ে আরও আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলোকে সামনে রেখে নির্বাচন হতে পারে। বাকি সংস্কার নির্বাচিত সরকার করবে।
বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রধান কাজ হলো জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। যা করেছে বিএনপি। সেই সাথে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নিজ দলের নেতাকর্মীদের সাথেও সু সম্পর্ক তৈরি করছেন বিএনপি।
প্রধাস উপদেষ্টার চীন সফর বিষয়ে বিএনপির মাহসচিব বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর একটি আমাদের বড় সাফল্য। কারণ ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন চীন। তবে এই সরকারের পরিবর্তনের সঙ্গে চীন তার চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করেছে। তারা এখন সব রাজনৈতিক দলগুলোর সাথেই কথা বলছেন। আগামী দিনগুলোতে চীন বাংলাদেশের উৎপাদনে ও উন্নয়নের জন্য উপকার হবে।
আলোচনা শেষে দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।
আবু সালেহ/ওএফ