শিবির সভাপতি
জুলাইয়ের অন্যতম স্পিড ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১৮:২৬

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একটি ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে। রমজান শুধুমাত্র রোজা রাখা নয়, এটা একটি মুসলিম সংস্কৃতি। বিগত সময়গুলো থেকে এবারের ঈদ কিছুটা ব্যতিক্রম। অনেক রক্ত ও জীবন এবং দীর্ঘ ত্যাগের বিনিময়ে ইসলামী ছাত্রশিবির আজকের এ জায়গায় এসেছে। এর আগে আমাদের অনেক ভাই নিজের বাড়িতে ঈদ করাতো দূরের কথা, পিতার জানাজায় পর্যন্ত শরিক হতে পারেননি।
মঙ্গলবার (১ এপ্রিল) ফেনী শহর শাখা শিবিরের উদ্যোগে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঈদ প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এবার ঈদে মোগল আমলের সংস্কৃতি ফিরে এসেছে। ঈদের যে আনন্দ, এটা মূলত ৫ আগস্টেই শুরু হয়েছে। সেদিন দেশের মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। রাজপথ থেকে প্রত্যেক জায়গায় সাধারণ মানুষের চোখে-মুখে লক্ষ্য করা গেছে।
শিবির সভাপতি বলেন, গণভবন মুক্ত হওয়ার পর এদের মানুষ সিজদায় গিয়ে এবং মহান আল্লাহ দরবারে হাত তুলে শুকরিয়া আদায় ও আনন্দ প্রকাশ করেছে। সেদিনই ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত বাতাসে তাদের নিঃস্বাস নিতে পারছে। এর চেয়ে বড় আনন্দের কি হতে পারে। এটা আমাদের একক কোনো কৃতিত্ব নয়, এটা মহান আল্লাহ তায়ালার একান্ত দান।
জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের অন্যতম স্পিড ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, এ স্পিড এসেছে ইসলাম থেকে। এজন্য জুলাই স্পিডকে ধারণ করে আল্লাহর দেয়া বিধান আল কুরআন, সুন্নাহ ও রাসুলুল্লাহর সা. জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রতিটি কাজ করতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। এছাড়া ইসলামী ছাত্রশিবিরকে সকলের জন্য, দেশের জন্য, সারা পৃথিবীর জন্য রহমত হয়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আবিদ, জামায়াতের ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, অ্যাড. এ এস এম কামাল উদ্দিন, ফেনী জেলা জামায়াত আমির মাওলানা মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি আবদুর রহিম, সহকারী সেক্রেটারি অ্যাড.জামাল উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তানভীর উদ্দিন।
ফেনী শহর শিবিরের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে ঈদ প্রীতি সম্মেলনের সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি শফিকুল ইসলাম।
এম. এমরান পাটোয়ারী/ওএফ