সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে, এমন দেশ চাই : শফিকুর রহমান

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ২১:২৬
-67ec05ae1ad62.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এমন একটা দেশ দেখতে চাই, যে দেশে নারী-পুরুষ সকল ধর্মের মানুষ ঘরে-রাস্তায় নিরাপদ থাকবে। এমন একটা দেশ দেখতে চাই, যেখানে মানুষ ডাকাত-চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোরদের জ্বালায় অতিষ্ঠ হবে না।’
মঙ্গলবার (১ এপ্রিল) মৌলভীবাজারের কুলাউড়া ডাকবাংলো মাঠে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ডা. শফিক বলেন, ‘আমি আপনাদের জিজ্ঞেস করি, এই শহীদ পরিবার, আপনাদের প্রত্যাশাও কি এক। তাহলে লড়াই আমাদের শেষ। আগামীকাল থেকে দুর্নীতি, দুঃশাসনমুক্ত বাংলাদেশ হয়ে যাবে তাই না? আল্লাহর কসম লড়াই আমাদের শুরু। শহীদের প্রত্যাশার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে লড়াই শেষ হয়নি, এখন থেকে শুরু হলো। এই লড়াই চলবে। প্রয়োজনের এই প্রত্যাশা পূরণে নিজের জীবনও বিলিয়ে দিতে চাই।’
তিনি আরও বলেন, জামায়াত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। সাড়ে ১৩টি বছর বাংলাদেশ দলীয় সব কার্যালয় সিলগালা করে রেখেছিল। শেষ মুহূর্তে দিশাহারা হয়ে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করল।
কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা আমির হাবিবুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শাহরিয়ার খান সাকিব/এমজে