মাদ্রাসা শিক্ষক ছাত্রীকে বিয়ে করার জেরে সংঘর্ষ, আহত ২৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ২২:০৪
-67ec0e87aab19.jpg)
ফরিদপুরের ভাঙ্গায় হামিরদি ইউনিয়নের মুনসুরাবাদ ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার আলম মোল্যা ও একই ওয়ার্ডের সাবেক মেম্বার বাবর আলী মুসুল্লির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মনসুরাবাদ গ্রামের আলম মেম্বার গ্রুপের মাওলানা জাহিদ গ্রামে একটি মহিলা মাদ্রাসা করেছেন। সেই মাদ্রাসার এক শিক্ষার্থীকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে বিয়ে করেন তিনি। সেই শিক্ষার্থী ওই একই গ্রামের প্রতিপক্ষ বাবর আলী মেম্বার গ্রুপের ইলিয়াস মাতুব্বরের মেয়ে। এটি জাহিদের তৃতীয় বিয়ে। এই বিয়ের ঘটনাকে কেন্দ্র করে পূর্বেও দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সূত্র ধরে মঙ্গলবার আলম মেম্বার গ্রুপের মাহবুর মোল্লার সঙ্গে বাবর আলী গ্রুপের ছরোয়ার শিকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উভয় গ্রুপের ২৫ জন আহত হয়েছেন।
গুরুতর আহত শিমুল(২২) ও মাহবুব মোল্লা (৩৮) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্য আহতদের মধ্যে টুটুল মিয়া (৩০), মিরাজ ফকির (৩০), রবিউল মাতুব্বর (২৬), রবিউল (৪৫), কালা মাতুব্বর (২৬), জুয়েল ফকির (৩৮), সামাদ মাতুব্বর (২০), শফিকুল ইসলাম (২৪), বেলায়েত মাতুব্বর (১৮), সোহাগ মিয়া (১৮), আব্দুল্লাহ (২৪), মিরান (৩৫), কামাল মাতুব্বর (৪৭), জুয়েল মাতুব্বর (৩০), মিজানুর (৪৬) এদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এবং অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোসলেউদ্দিন/এমজে