Logo

সারাদেশ

বিএনপি ও যুবদল নেতার পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ২২:২৯

বিএনপি ও যুবদল নেতার পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০

কিশোরগঞ্জের ইটনায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ফেরদৌস ও বড়িবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলে আসছে। ১০/১৫ দিন আগেও দু’পক্ষের মধ্যে মারামারি হয়। মঙ্গলবার সকালে হঠাৎ করে দুপক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষে ১০ জন আহত হন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আব্দুর রউফ ভুঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর