Logo

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৬:১৪

সুনামগঞ্জ সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১ এপ্রিল) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীনে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। এছাড়া ভোররাতে প্যাকপাড়া বিওপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আটককৃত ভারতীয় গরুগুলোকে শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আব্দুল হালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর