Logo

সারাদেশ

যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই : ছাত্রদল সভাপতি

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৬:৫৬

যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই : ছাত্রদল সভাপতি

ছবি : বাংলাদেশের খবর

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নতুন দল এনসিপির ছাত্র সংগঠনকে আমরা কখনও কটু কথা বলিনি। তাদের যাত্রায় আমরা আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানিয়েছি। সকল ছাত্র সংগঠনের প্রতি আমাদের শুভকামনা অব্যাহত থাকবে। কিন্তু যারা প্রকাশ্য রাজনীতি না করে গুপ্ত রাজনীতি করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদের জন্য আমাদের শুভকামনা নেই। 

মঙ্গলবার (১ এপ্রিল) তার নিজ বাড়ি মুক্তাগাছায় যাওয়ার পথে নগরীর নতুন বাজার মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি আরও বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, গণতন্ত্রকে ধারণ করে, তাদের জন্য আমাদের সবসময় শুভকামনা থাকবে। সকল ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ছাত্র রাজনীতির ধারাবাহিকতা থাকবে।

তিনি বলেন, কোনো ক্যাম্পাসে সন্ত্রাস থাকবে না, আধিপত্য থাকবে না, সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাজনীতি প্রভাবমুক্ত হয়ে প্রতিটি ক্যাম্পাসে বিচরণ করবে এবং তাদের পাশে ছাত্রদলের নেতাকর্মীরা ভাই ও বোন হিসেবে তাদের পাশে থাকবে। 

আশিকুর রহমান/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর