Logo

সারাদেশ

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, সিঁধ কেটে পালালেন প্রেমিক

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৮:৫০

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা, সিঁধ কেটে পালালেন প্রেমিক

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঈদের দিনে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেন এক তরুণী (২৩)। তবে বিয়ে না করিয়ে উল্টো তাকে মারধর করে প্রেমিকের পরিবার। একপর্যায়ে সিঁধ কেটে পালিয়ে যান প্রেমিক আলামিন।

সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বরাইদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই তরুণী।

স্থানীয় সূত্রে জানা যায়, বরাইদ এলাকার জসিম উদ্দিনের (জসুর) ছেলে আলামিনের সঙ্গে একই এলাকার ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান এবং রাত কাটান তিনি। কিন্তু ঈদের দিন তরুণী বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে উঠলে তার পরিবার বিষয়টি মেনে নিতে অস্বীকার করে। বরং তাকে মারধর করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করা হয়। তরুণীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে প্রেমিক আলামিন বাড়ি থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী তরুণী দুই দিন ধরে অনশন করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের সহায়তায় সাটুরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন বলেন, বিয়ের দাবিতে অনশনের বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনেছি। ভুক্তভোগীকে চিকিৎসা নিতে এবং আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।

বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, তরুণী বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে অবস্থান নিয়েছিল। আমরা ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেছি।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রমজান বলেন, ঘটনার পর কয়েকবার মীমাংসার জন্য বসা হয়েছিল। তবে ছেলের পরিবার সময় চেয়ে আর যোগাযোগ করেনি। পরে জানতে পারি, ছেলে সিঁধ কেটে পালিয়ে গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ভুক্তভোগী ও তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাসুদ রানা/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর