Logo

সারাদেশ

সাপাহারে সড়ক দুর্ঘটনা এড়াতে অভিযান, ১৬ মামলা

Icon

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ১৯:৫৮

সাপাহারে সড়ক দুর্ঘটনা এড়াতে অভিযান, ১৬ মামলা

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর সাপাহার উপজেলায় ঈদ পরবর্তী সময়ে মোটরসাইকেল দুর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাপাহার জিরো পয়েন্ট, বাসস্ট্যান্ড ও মেডিকেল মোড়ে এ অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। সাপাহার থানার এসআই মামুনের নেতৃত্বে থানা পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার দায়ে ১৬ জন চালককে ৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাপাহার ইউএনও সেলিম আহমেদ সকলকে মোটরসাইকেল চালনার আগে হেলমেট পরিধান নিশ্চিত করার বিষয়ে সচেতন করেন।

ইউএনও সেলিম আহমেদ জানান, সাপাহার উপজেলার বিভিন্ন রাস্তায় চেকপোস্ট স্থাপন করে ড্রাইভিং লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট বিহীন চালকদের আইনের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, হেলমেট পরিধান নিশ্চিত হলে দুর্ঘটনায় প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কে হেলমেট পরিধান ব্যতীত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পাওয়ার কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

জাহাঙ্গীর আলম মানিক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর