পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে, গণধোলাই

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ২০:২৮

ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুরের গাংনী উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে আসাদুজ্জামান (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ভিকটিমের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানান, এ ঘটনায় ভিকটিম ও অভিযুক্ত আসাদুজ্জামানকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত আসাদুজ্জামান গাংনী উপজেলার পিরতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে।
পুলিশের সূত্র মতে, সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলার পিরতলা গ্রামের হুরমততলার মাঠে এ ঘটনা ঘটে। শিশুটি আসাদুজ্জামানের আপন ভাসুরের মেয়ে। ঈদ উপলক্ষে তার চাচীর সঙ্গে পিরতলা গ্রামে আসাদুজ্জামানের বাড়িতে বেড়াতে এসেছিল। পরে তাকে পার্কে ঘুরাতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি।
শিশুটির চাচি জানান, আমরা ঈদের সময় বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম। বিকেলের দিকে বাবা (আসাদুজ্জামান) তাকে পার্কে ঘুরাতে নিয়ে যায়। যদি ঘটনা সত্যি হয়ে থাকে, তবে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
স্থানীয়রা জানান, শিশুটি দৌড়ে পালিয়ে এসে তাদের কাছে গিয়ে ঘটনার কথা জানায়। এরপর তারা আসাদুজ্জামানকে আটক করে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় পৌঁছে দেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ভিকটিম ও অভিযুক্তকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দিয়েছে। মামলাটি তদন্তাধীন।
আকতারুজ্জামান/এমবি