ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ২০:৫৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেল ৫টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একটি গ্রুপের নেতৃত্ব দেন শাহমল্লিকদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ টুকু মোল্লা এবং অন্য গ্রুপের নেতৃত্ব দেন একই এলাকার শাফী মোল্লা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার ঈদের দিন রাত ৮টার দিকে শাফী মোল্লা গ্রুপের লোকজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ টুকু মোল্লার ছেলে ইয়াসীর আরাফাত মনিকে (৩৬) কুপিয়ে গুরুতর জখম করে। সেই ঘটনার প্রতিশোধ নিতে বুধবার বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, এ সংঘর্ষে টুকু মোল্লা ও শাফী মোল্লা গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হোসাইন (২৫) ও হানিফ মোল্লা (১৭) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোসলেউদ্দিন/এমবি