Logo

সারাদেশ

নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, ৫ শিশু দগ্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০০:০৫

নোয়াখালীতে চলন্ত সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ, ৫ শিশু দগ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জে চলন্ত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ শিশু দগ্ধ হয়েছে। 

বুধবার (২ এপ্রিল) বিকেলে মাইজদী-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কে কন্টাকটার মসজিদ সংলগ্ন এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- ৮ মাস বয়সী রিদিকা, তাওহীদ (৬), লামিয়া (১৪), শাহরিয়ার (১২) ও রিতি (১৪)। তারা ওই উপজেলার নাজিরপুর গ্রামের আনোয়ার হোসেন রিকুর পরিবারের সদস্য।

দগ্ধদের আত্মীয় চয়ন জানান, বিকেলে বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় একই উপজেলার আলীপুর কন্টাকটার মসজিদ সংলগ্ন আত্মীয়ের বাড়ি যাচ্ছিল তারা। গন্তব্যের কাছাকাছি কন্টাকটার মসজিদ সংলগ্ন মাইজদী-চৌমুহনী সড়কের ব্যাগবাড়ির দরজায় আসামাত্র চলন্ত অবস্থায় অটোরিকশাটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় সিএনজিতে থাকা সেলিনা ছিটকে পড়ে যায়। পরে তিনি দ্রুত সবগুলো শিশুকে বাইরে করে নিয়ে আসেন। এর মধ্যে প্রত্যেকের ৫-৭ শতাংশ করে দগ্ধ হয়। তবে চালকর পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজিচালিত অটোরিকশাটি পুরোপুরি পুড়ে গেছে। দগ্ধদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর