Logo

সারাদেশ

একমাত্র কোরআনের আইন শান্তি এনে দিতে পারে : অধ্যক্ষ আব্দুল আলীম

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০০:১৯

একমাত্র কোরআনের আইন শান্তি এনে দিতে পারে : অধ্যক্ষ আব্দুল আলীম

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসীসহ বিশিষ্টজনদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলিনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২ এপ্রিল) অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বক্তব্য রাখেন

তিনি বলেন, মানুষের সৃষ্টি আইন ও শাসন দ্বারা দেশে স্বৈরাচার ও ফ্যাসিষ্ট সরকারের জন্ম হয়। সাধারণ মানুষের মুক্তির একমাত্রই পথ কোরআনের পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মধ্যে শান্তি এনে দিতে পারে। ছাত্র জনতার স্বাধীনতার কাঙ্খিত সুফল পৌছে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এ সময় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মনিরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, মাওলানা আব্দুল ছালাম খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

সভাশেষে জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুথানে শাহাদাত বরণকারীদের মাগফিরাত কামানা করে দোয়া করা হয়।

এস.এম. সাইফুল ইসলাম কবির/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর