সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৮

সিলেট ব্যুরো
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৩:১৩

সিলেট মহানগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতার বাসায় হামলা চালিয়েছে একদল বিক্ষুব্ধ জনতা।
এদিকে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে পুলিশের অভিযানে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের ৮ কর্মীকে আটক করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) বিকাল ও রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাত ৩টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বার্তায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- সিলেট মহানগরের পূর্ব পাঠানটুলা লন্ডনি রোড এলাকার শাফায়েত খান (৩৪), মদিনা মার্কেট এলাকার জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলার আমির খান গলির সোহেল আহমদ সানী (১৮), একই গলির বশির খান লাল (৫০), খাদিমপাড়া এলাকার সোয়েব আহমেদ (২৫), টুকেরবাজার নালীয়া এলাকার রবিন কর (২৩), নাইওরপুল এলাকার ফাহিম আহমদ (২৩) ও শামীমাবাদ এলাকার রাজন আহমদ রমজান (২৩)।
এর আগে বুধবার (২ এপ্রিল) সকালে সিলেট মহানগরের ধোপাদিঘীরপাড় এলাকায় একটি ঝটিকা মিছিল বেড় করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেটের যুবসমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জেরে বিকাল ও রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ নেতার বাসায় হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরের পাঠানটুলা এলাকায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় শতাধিক তরুণ-যুবক মিছিল সহকারে গিয়ে এ হামলা চালান। এ সময় হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালান।
এরপরে ধারাবাহিকভাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরীর (নাদেল) টিলাগড়ের শুভেচ্ছা আবাসিক এলাকায় অবস্থিত বাসায়, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাসায়, মেজরটিলা এলাকায় অবস্থিত ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায় এবং পীর মহল্লা এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় হামলা চালায় দুর্বৃত্তদের একটি দল।
এছাড়া রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ভাই প্রবাসী সাংবাদিক শাফিউল ইসলাম শাফির বাসায়ও হামলা চালানো হয়।
রেজাউল হক ডালিম/এমবি