Logo

সারাদেশ

বান্দরবানে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ২৫

Icon

লামা ও বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৩:২৮

বান্দরবানে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ২৫

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের লামা-চকরিয়া সড়কে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জেলার লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডা. ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মো. ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মো. হেলাল (৩১), তাহজীব (১২), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মাশকুরা সিদ্দিকা (২০), আমজাদ হেলপার (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২) লিটন দাশ ড্রাইভার (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা।


এর মধ্যে তাহজীবসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত ডা. ফাহাদ বিন তৈয়ব বলেন, ঈদ পরবর্তী পারিবারিক ভ্রমণে তারা লোহাগাড়ার আধুনগর থেকে ঈগল পরিবহনের একটি মিনিবাসে করে লামায় আসছিলেন। যাত্রাপথে লামার মিরিঞ্জা এলাকার মাদানীনগরে বাসটির ব্রেক কাজ করছিল না। নিরুপায় হয়ে চালক বাসটি গাছের সঙ্গে ধাক্কা দেন। এ সময় বাসে থাকা নারী ও শিশুসহ ২৫ জন আহত হন। বাসে ৩২ যাত্রী, দুইজন চালক ও হেলপার ছিলেন।

লামা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিয়াদ হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক পুলিশের হেফাজতে আছে। আহত সবাইকে লামা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা চিকিৎসা নিয়ে লোহাগাড়া চলে গেছেন। গুরুতর আহত হেলপার আমজাদ হোসেনের দুই পা ভেঙে গেছে। তার স্বজনরা আসছেন। তাকেও চট্টগ্রামে রেফার করা হয়েছে।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাসটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।

বেলাল আহমদ/সোহেল কান্তি নাথ/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর