Logo

সারাদেশ

আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৪:১৪

আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা সদর উপজেলার অনন্ত বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরাফাত (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মো. ওমরের ছেলে।

বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই স্থানীয় ইউপি সদস্য শহিদ মেম্বারের কিছু অনুসারীর সঙ্গে বিরোধ চলছিল আরাফাতসহ সংশ্লিষ্টদের। বুধবার রাতে মেথর কলোনির দক্ষিণ রাঘবপুর এলাকায় আরাফাতকে পেয়ে শহিদ মেম্বারের অনুসারীরা হামলা চালায়। এ সময় তার হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরাফাতকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা শহিদ মেম্বারের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব চলছিল। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিক্ষুব্ধরা শহিদ মেম্বারের বাড়িতে আগুন দেয়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অভিযুক্তরা পলাতক, এখনো কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামাল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর