‘সরকার পরিচালনার সুযোগ পেলে মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে বিএনপি’

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৮:৪১

ছবি : বাংলাদেশের খবর
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপি জনগণের রায়ে সরকার পরিচালনার সুযোগ পেলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়বে বিএনপি। ছাত্র ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে। তারুণ্যের জাগরণ ঘটিয়ে ছাত্র গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে।
বুধবার (২ এপ্রিল) ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রিন্স আরও বলেন, ‘শুধু জাতীয় পর্যায়ে নয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও ক্রীড়া, শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা ও বিকাশে মেধা ও মনন কাজে লাগানো হবে। আগামী দিনে বিএনপি হালুয়াঘাটে স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি ক্রীড়া প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা ও নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করবে।’
অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও শফিকুর রহমান, টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি সৈয়দুজ্জামান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন বক্তব্য রাখেন। খেলা শেষে এমরান সালেহ প্রিন্স বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।
এআরএস