Logo

সারাদেশ

গাইবান্ধায় চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১৯:২০

গাইবান্ধায় চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স নিয়োগ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩ এপ্রিল) শহরের ডিবি রোডে (গানাসাস) সামনে এ কর্মসূচির আয়োজন করে নাগরিক মঞ্চ।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফারুক কবীরের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামানিক, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, মনির সুইট, সেলিনা আক্তার সোমা, নাজমা বেগম, সাজিদা পারভীন রুনু, মাহবুব সাগর, রবিদাস নেতা খিলন রবিদাস, আদিবাসী নেতা বৃটিশ সরেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফজাল সিরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমাইন মাহতাব, রুয়েট শিক্ষার্থী পার্থ সারথি, মেডিকেল কলেজ শিক্ষার্থী সন্ধান বর্মণ প্রমুখ।

বক্তারা বলেন, নানা অব্যবস্থাপনা ও অনিয়মের মধ্য দিয়ে চলছে গাইবান্ধা জেলা সদর হাসপাতাল। রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবা দেয়ার নামে টাকা নেয়া হচ্ছে। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। হাসপাতালের ভিতর ও বাইরে দুর্গন্ধ। বারবার অব্যবস্থাপনার অভিযোগ উঠলেও কোনো প্রতিকার নেই।

বক্তারা আরও বলেন, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ২৫০ শয্যার অনুমোদন পেয়েছে, কিন্তু ২৫০ শয্যার জন্য জনবল অনুমোদন দেয়া হয়নি। বর্তমানে মাত্র ১০০ শয্যার জনবল দিয়ে হাসপাতালটি চললেও এতে অনেক শূন্য পদ রয়েছে। এর ফলে সেবাপ্রত্যাশী জনগণ কাঙ্খিত চিকিৎসক না পেয়ে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে বেড না পেয়ে রোগীদের মেঝেতে চিকিৎসাসেবা নিতে হচ্ছে। শয্যাসংকট নিরসনের জন্য নতুন বহুতল ভবনটি দ্রুত চালু করার প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া হৃদরোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য আইসিইউ ইউনিট চালু করতে হবে।

বক্তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে সকল দুর্নীতি এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি পর্যাপ্ত ঔষধ এবং যন্ত্রপাতি সরবরাহ করার এবং প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানান। তারা জানান, এক মাসের মধ্যে সকল দাবি পূর্ণ না হলে আগামী ৩ মে আবারো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

আতিকুর রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর