Logo

সারাদেশ

মির্জাপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২০:০৮

মির্জাপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে পাছচামারী সোনার বাংলা যুবক সমিতি আয়োজিত ‘পাছচামারী প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় হান্টার একাদশকে হারিয়ে ৫ উইকেটে জয়ী হয়েছে মায়ের দোয়া একাদশ দল। বুধবার (২ এপ্রিল) পাছচামারী সোনার বাংলা যুবক সমিতির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

সোনার বাংলা যুবক সমিতির সভাপতি এম. আনিছুজ্জামান লোটনের সভাপতিত্বে খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলা দেখতে শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষ ভিড় জমায়।

খেলার প্রথমার্ধে হান্টার একাদশ ১৫৯ রানের টার্গেট দেয়। পরে ১২ ওভারেই লক্ষ্যে পৌঁছায় ‘মায়ের দোয়া’ একাদশ । পরে জয়ী ও বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে মেডেল ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

রাব্বি ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর