Logo

সারাদেশ

পদ্মার ১৩ কেজির রুই ৪৩ হাজারে বিক্রি

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২০:১৫

পদ্মার ১৩ কেজির রুই ৪৩ হাজারে বিক্রি

ছবি : বাংলাদেশের খবর

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বিশাল একটি রুই মাছ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টায় দৌলতদিয়া মাছ বাজারে মাছটি নিলামে তোলা হয়।

জানা গেছে, জেলেরা ভোরে দৌলতদিয়ার পদ্মা নদী থেকে ১৩ কেজি ওজনের রুই মাছটি ধরে। পরে তারা মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসে। এ সময় রিয়াজের মাছ আড়ৎতে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৩ হাজার ২০০ টাকা দরে মোট ৪১ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় কিনেছি। পরে খুলনার এক ব্যবসায়ী ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪২ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।’

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, পদ্মা নদীতে এখন পানি কমেছে, এজন্য জেলেদের জালে প্রায়ই বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। জেলেরা মাছ বিক্রি করে লাভবান হচ্ছেন।

কাজী আব্দুল কুদ্দুস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর