Logo

সারাদেশ

পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা, যুবক গ্রেপ্তার

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২১:৫৭

পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যা, যুবক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

পরকীয়া সম্পর্কের টানাপোড়েনের জেরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে প্রবাসীর স্ত্রী সালমা বেগমকে হত্যার দায়ে হেমায়েত উল্লাহ (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার নোয়াখালী জেলার চর জব্বার থানা এলাকা থেকে হেমায়েত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি নোয়াখালী জেলার চর জব্বার থানার দক্ষিণ চর জব্বার গ্রামের মো. আহসান উল্লাহর ছেলে। নিহত সালমা বেগম রাজবাড়ী জেলার সদর থানাধীন হাউলী জয়পুর গ্রামের সৌদি প্রবাসী মো. আজাদ মল্লিকের স্ত্রী।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব সাংবাদিকদের জানান, গত ৩১ মার্চ, সোমবার আনুমানিক রাত ১০টা থেকে পরদিন সকাল সাড়ে ৭টার মধ্যে যে কোনো সময় কে বা কারা সালমার বাড়ির ঘরের মধ্যে কৌশলে প্রবেশ করে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

এই ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা নং ০২, তারিখ ০১/০৪/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুসারে মামলা রুজু হয়।

মামলার রহস্য উদ্‌ঘাটন ও আসামি গ্রেপ্তারের লক্ষ্যে রাজবাড়ী জেলা পুলিশ ত্বরিত কার্যক্রম শুরু করে। রাজবাড়ী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একটি দল তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াখালী থেকে হেমায়েত উল্লাহকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন ঘটনাস্থলের পাশের নূরপুর গ্রামের কৃষ্ণ হালদারের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

পরকীয়া সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

কাজী আব্দুল কুদ্দুস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর