Logo

সারাদেশ

নাটোরে যানবাহনের বিরুদ্ধে অভিযানে জরিমানা আদায়

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ২২:০২

নাটোরে যানবাহনের বিরুদ্ধে অভিযানে জরিমানা আদায়

ছবি : বাংলাদেশের খবর

ফিটনেস ও রুট পারমিট না থাকা, ওভার স্পিড, অতিরিক্ত ভাড়া নেওয়াসহ বিভিন্ন অভিযোগে নাটোরে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে নাটোর সদরের দত্তপাড়া মোড়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে যাত্রীবাহী বাস, কার, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাগুলোর মধ্যে রয়েছে— দেশ ট্রাভেলসের রুট পারমিট না থাকায় ৫০০ টাকা, একটি কারের ওভার স্পিডের জন্য ৫০০ টাকা, যাত্রীবাহী হানিফ পরিবহনের কাগজপত্র না থাকায় ২,০০০ টাকা, অপর একটি হানিফ পরিবহনের কাগজপত্র না থাকায় ৩,০০০ টাকা, একটি পিকআপের ওভার স্পিডের জন্য ৫০০ টাকা, যাত্রীবাহী বাস তুহিনের কাগজপত্র ও রুট পারমিট না থাকায় ৫০০ টাকা এবং অপর একটি কারের ওভার স্পিডের জন্য ১,০০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সার্জেন্ট লতা, বিআরটিএর মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব শর্মাসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, ঈদযাত্রা নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করতে এ ধরনের অভিযান চালানো হচ্ছে এবং পর্যায়ক্রমে তা অব্যাহত থাকবে।

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর