Logo

সারাদেশ

কুয়াকাটায় পর্যটকের ঢল

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৬:০৩

কুয়াকাটায় পর্যটকের ঢল

ছবি : বাংলাদেশের খবর

ঈদের পঞ্চম দিন ও সাপ্তাহিক ছুটির কারণে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় লাখো পর্যটকের সমাগম হয়েছে। সৈকতের জিরো পয়েন্টে আগত পর্যটকেরা হৈ-হুল্লোড়ে মেতে উঠেছেন। কেউ সমুদ্রের নোনাজলে সাঁতার কেটে, কেউ বালিয়াড়িতে ফুটবল খেলায় মগ্ন, আবার কেউ জলকেলিতে ব্যস্ত। শিশুরা বালু খেলায় আনন্দে মেতে উঠেছে।  

কেউ স্পিডবোট, ওয়াটারবাইক, ঘোড়া বা মোটরসাইকেলে করে সৈকতের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ঘুরে দেখছেন। আবার অনেকে ট্যুরিস্ট বোটে করে আশপাশের দ্বীপ ও বনাঞ্চল ভ্রমণ করছেন। সৈকতের বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও দেখা গেছে অনেককে।  

অতিথিদের ভিড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বিক্রি। কুয়াকাটার আড়াই শতাধিক হোটেল-মোটেলে প্রায় শতভাগ বুকিং হয়ে গেছে।  

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ বলেন, ‘এবারের ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে বিপুলসংখ্যক পর্যটক এসেছেন। আজ থেকে ভিআইপি পর্যটকদের আগমনও বেশি।’  

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও নজরদারি থাকবে। পর্যটন পুলিশের পাশাপাশি থানা পুলিশ ও মহাসড়কে টহল দলও সক্রিয় রয়েছে।’  

খুলনা থেকে আসা পর্যটক রাকিব আহমেদ বলেন, ‘বন্ধুদের নিয়ে দ্বিতীয়বারের মতো কুয়াকাটায় এসেছি। সৈকতের পরিবেশ এবার আরও ভালো লেগেছে। প্রচুর পর্যটক এসেছে, যদিও রুম পেতে একটু কষ্ট হয়েছে, তারপরও খুব আনন্দ লাগছে।’

জাকারিয়া জাহিদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর