Logo

সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন শ্রমিকদল নেতা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বরিশাল

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৭:২৩

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন শ্রমিকদল নেতা

বরিশালের গৌরনদীতে এক প্রবাসী তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে স্থানীয় এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার নন্দনপট্টি গ্রামে এ ঘটনাটি ঘটে।  

প্রবাসী নুরুজ্জামান সরদার অভিযোগ করেন, ২০০৭ সালে কাতারে গিয়ে প্রবাস জীবন শুরু করেন তিনি। ২০০৯ সালে দেশে ছুটিতে এসে গৌরনদীর বড় দুলালী গ্রামের রতন খা’র মেয়ে আরজু আক্তারের সাথে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে, প্রবাসে থাকার কারণে মাঝেমধ্যে দেশে আসা-যাওয়া চলছিল। 

নুরুজ্জামান বলেন, ‘প্রবাসে থাকাকালে আমি জানতে পারি, আমার স্ত্রী রেজাউল নামের এক যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। কিন্তু আমি যখন তাকে ফোনে জিজ্ঞেস করি, তখন সে বিষয়টি অস্বীকার করেছিল।’  

সম্প্রতি কাতার থেকে দেশে ফিরে তিনি জানতে পারেন, শ্রমিকদল নেতা রেজাউল তার স্ত্রীর সাথে সম্পর্ক গড়ে তাকে পালিয়ে নিয়ে বিয়ে করেছেন। কান্নাজড়িত কণ্ঠে নুরুজ্জামান আরও জানান, প্রবাসে থেকে তার কষ্টার্জিত ২৫ লাখ টাকা ও ৬ ভরি সোনার গয়না স্ত্রীর কাছে পাঠিয়েছিলেন, যা পরকীয়া প্রেমিকের সাথে মিলিত হয়ে আত্মসাৎ করা হয়েছে। তিনি তার স্ত্রীর, শশুরের এবং রেজাউলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তবে, রেজাউল দলীয় প্রভাব ব্যবহার করে তাকে অভিযোগ তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে বলে তিনি জানান।  

অভিযুক্ত শ্রমিকদল নেতা রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আরজু তার স্বামীকে ডিভোর্স দেওয়ার সাড়ে চার মাস পর আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। তার অভিযোগ মিথ্যা এবং আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।’

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, অভিযোগের তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এসএম মিজান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর